করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফ ও তার স্বামী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিএফও) আরিফুল চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।
মঙ্গলবার ডিবির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এদিকে আজ আরিফুল চৌধুরীকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। বুধবার ভার্চুয়াল আদালতে ওই রিমান্ড আবেদনের শুনানি হবে।
ডিবির কর্মকর্তা জানান, রিমান্ড মঞ্জুর হলে আরিফ ও সাবরিনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।
বর্তমানে আরিফুল কেরানীগঞ্জ কারাগারে বন্দী। অন্যদিকে, সাবরিনা আরিফকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।