স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে মেসির আর্জেন্টিনা। আর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। তবে তাদের এই বৈরীতায় কোনো ভাটা পড়েনি। ভক্তরা এখনও তাকিয়ে আছে তাদের মুখোমুখি লড়াই দেখার। যেটার সুযোগ ছিল এবারের বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু সেটা সম্ভব হয়নি ব্রাজিলের বিদায়ে।
তবে নতুন বছরের শুরুতেই আবারও মুখোমুখি হবে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দেশদুটি। এই লড়াইটি অবশ্য জাতীয় দলের নয়। আসন্ন ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল-আর্জেন্টিনা।
কলম্বিয়ার মাটিতে আগামী বছরের ১৯ জানুয়ারি লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। সেখানে ‘এ’ গ্রুপে রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। নেইমার-মেসিদের উত্তরসূরীদের ম্যাচটি হবে ২৩ জানুয়ারি।
আর্জেন্টিনা, ব্রাজিল ছাড়াও ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক কলম্বিয়া, প্যারাগুয়ে ও পেরু। ১০ দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।