
আন্তর্জাতিক ডেস্ক : মুচলেকা দিয়ে ছাড়া পেলেন কাশ্মীরের সাংবাদিক ইরফান মালিক।
শুক্রবার (১৬ আগস্ট) মুক্তি পান ‘গ্রেটার কাশ্মীর’ সংবাদপত্রের সাংবাদিক ইরফান। মুক্তির আগে তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে পুলওয়ামায় ইরফানের বাড়ি থেকে তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। কি কারণে এই আটক, তা বলতে পারেননি সরকারি কর্মকর্তারা।
তবে, বলা হচ্ছে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটক করে মুচলেকা নেওয়ার প্রক্রিয়া চলছে। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছে ভারত সরকার। গত ৫ আগস্ট থেকে নিয়ন্ত্রণ জারি রয়েছে গোটা উপত্যকাজুড়ে। মানুষের চলাচলের উপরও নিয়ন্ত্রণ রয়েছে, বড় জমায়েত করা যাবে না। বিচ্ছিন্ন টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা। বন্ধ সেখানকার স্কুল, কলেজ।
শুক্রবার এক সরকারি কর্মকর্তা বলেন, ‘জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখতে নির্দিষ্ট বেশ কয়েক জনকে বন্দি বা আটক করা হয়েছে। তবে আইনি ব্যবস্থার মধ্যে থেকেই তা হচ্ছে।’
জম্মু-কাশ্মীরে কি ঘটছে, তা জানাতে প্রশাসনের পক্ষ থেকে একটি মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে, জানিয়েছেন সরকারি শীর্ষ এক কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



