মো: সজল, হরিরামপুর : মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় সভাপতির নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার গোবিনাথপুর ইউনিয়নের মজমপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গালা ইউনিয়নের খাজা রহমত আলী ডিগ্রী কলেজে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
গোপীনাথপুর ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবর রহমান সেন্টু । গালা ইউনিয়নে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আরিফ হোসেন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক দুলাল সূত্রধর।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, হরিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মোঃ কামাল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় আহমেদ রজ্জব, মো: মামুন হোসেন,মিঠু মোল্লাসহ যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।