প্রবাস ডেস্ক: সুদানের দারফুর প্রদেশে এল ফাশেরের ‘সাল্লাহ কারাগারে’ আজ (২ ডিসেম্বর) আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের জন্য মহিলা আসামীদের দুটি সেলাই মেশিন প্রদান করেছে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উনামিডের পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্না, বিশেষ অতিথি ছিলেন সুদান পুলিশ ফোর্সের লিয়াজো অফিসার কর্নেল আমির, এসএলএফ( নর্থ দারফুর) প্রধান কর্নেল মাদাম আদোল ফিনা এবং বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (ব্যানএফপিইউ) কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম।
কারাগারের জেলার ক্যাপ্টেন মারিয়ম সোলেখা সেলাই মেশিন প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন এই প্রথম কোন বিদেশি সংস্থা কারাগারে অবস্থিত নারীদের আর্থ সামাজিক উন্নয়নে এগিয়ে এসেছে যা ইতিহাসে স্বর্নাক্ষরে লিখা থাকবে।
এসময় ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম মুজিব বর্ষ ও জাতির পিতার সম্পর্কে ধারনা প্রদান করেন।
উনামিড চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্নাহ আজকের সেলাই মেশিন উপকরণ প্রদান অনুষ্ঠানকে ঐতিহাসিক দিন বলে আখ্যা দেন।
তিনি বলেন, অতীতে কোন দেশের প্রতিনিধি দারফুরের এল ফাশেরে কারাগারে আর্থ সামাজিক উন্নয়নের জন্য কোন পদক্ষেপ কেউ গ্রহন করেননি। বাংলাদেশ পুলিশের একটি ইউনিট শান্তিরক্ষা মিশনে এসে শান্তিরক্ষা প্রতিষ্ঠার কাজের পাশাপাশি সেলাই মেশিন সামগ্রী প্রদানের দিনটি মাইলফলক হিসাবে উনামিডের ইতিহাসে থাকবে।
সুদান পুলিশ ফোর্সের লিয়াজো অফিসার কর্নেল আমির তার বক্তব্যে বাংলাদেশ প্রতিষ্ঠার কারিগড় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং জাতির পিতাকে পরিচিতিমূলক কাজ করার জন্য কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম ও তার ইউনিটকে ধন্যবাদ জানান।
পরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের চৌকস ম্যাডিকেল টিম কোভিড-১৯ মোকাবিলায় কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে মাস্ক ও হেন্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
অপ্স অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া জানান, ‘বাংলাদেশ পুলিশ সুদানের যুদ্ধ বিধস্ত প্রদেশ দারফুরে আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। ইতোমধ্যে এই ইউনিটের কমান্ডারের প্রচেষ্টায় বৃক্ষ রোপণ, স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ, অবহেলিত বাস্তুচুত্য মহিলাদের বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সামগ্রী প্রদান ও সুদান গস পুলিশকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।