জুমবাংলা ডেস্ক : এবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) সম্মেলনে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৪৫০ কোটি ডলারের অর্থ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার রাজধানীর শেরে বাংলা নগরে অর্থমন্ত্রীর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম সুস্তফা কামাল।
তিনি বলেন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৭শ কোটি টাকা। যা আগে কখনও বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামে (বিডিএফ) সরাসারি কোনো অর্থ দেয়নি উন্নয়ন সহযোগীরা।
অর্থমন্ত্রী বলেন, সাধারণত এ ধরনের সম্মেলনে কেউ অর্থ সহায়তা দেয় না। তবে জাতির পিতার জন্মশতবার্ষিকীর সম্মানে তারা এ প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) আওতায় আগামী চার বছরে ১২০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। এ অর্থ ঋণ নয়, অনুদান হিসেবে দেবে তারা। তবে এটা ফেরত দিতে হবে না।
তিনি বলেন, এছাড়া বিশ্বব্যাংক সম্প্রতি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে দুইটি চলমান প্রকল্পে অতিরিক্ত ও একটি নতুন প্রকল্পে ৩৫ কোটি ডলার অর্থ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এসব অর্থ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।
অর্থমন্ত্রী জানান, ছয়টি প্রকল্প বাস্তবায়নে জাইকা ২৭০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে ফোরামে। আমরা ছয়টি প্রকল্প প্রস্তুত করে দিলেই জাইকা বাড়তি ঋণ দেবে। দেশের মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রকল্পগুলো প্রস্তত করবো। যাতে করে আমরা সবাই প্রকল্পগুলোর সুফলভোগী হতে পারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।