নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখা গ্রামের মো. মুজিবুর রহমান মুজিব (৫৪) নামের এক অসহায় রিকশাচালকের জীবন আজ সংকটাপন্ন। দীর্ঘদিন ধরে লিভারে টিউমার ও হার্টের সমস্যায় ভুগছেন। একসময় রিকশা চালিয়ে সামান্য আয় দিয়ে ছোট্ট সংসার চালিয়ে গেলেও বর্তমানে শারীরিক অসুস্থতা তাঁকে কার্যত কর্মক্ষম করে তুলেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, নইলে ঝুঁকি বাড়ছে প্রতিদিন।
জানা গেছে, মজিবুরর সম্প্রতি গাজীপুর পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ডাক্তার জানিয়েছে তাঁর লিভারে একটি টিউমার গঠিত হয়েছে এবং তার অপারেশন করতে হবে জরুরি ভিত্তিতে। পাশাপাশি রয়েছে হার্টের জটিলতা। চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ১ লক্ষ টাকা, যা তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। এই মুহূর্তে তাঁর পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।
জানা গেছে, মুজিবুর রহমানের সংসারে রয়েছে দুই সন্তান। এদের মধ্যে ৯ বছরের কন্যা সন্তান ও ৭ বছরের একটি ছেলে সন্তান। বাবার অসুস্থতা তাদের জীবনেও নেমে এনেছে অন্ধকার। অর্থাভাবে চিকিৎসা আটকে গেছে, আর প্রতিটি দিন তাঁর জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
এই পরিস্থিতিতে মুজিবুর রহমান সমাজের হৃদয়বান মানুষের কাছে অনুরোধ জানিয়ে বলেন, যদি আপনার একটু সহানুভূতি থাকে, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাহলে হয়তো আমি আবার সুস্থ হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারবো। সাহায্য পাঠানোর বিকাশ ও নগদ নম্বর ০১৮১৭৯৮৫৬০৩ (ব্যক্তিগত)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।