২ মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ খেলেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি মিস করলেও খেলেছেন ৮৬ রানের কার্যকরী ইনিংস। এর মধ্য দিয়ে দুটি মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ১৩ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক। সবার আগে এই মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। বর্তমানে তার রান ১৪ হাজার ১৭৫। আর মুশফিকের রান ১৩ হাজার ৮ রান। এ তালিকায় তৃতীয় স্থানে থাকা সাকিব আল হাসান করেছেন ১২ হাজার ৫৫৩ রান।

এছাড়া ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিবকে ছাড়িয়ে গেছেন মুশফিক। বর্তমানে এই ব্যাটারের রান ৬ হাজার ৬৭০ রান। তৃতীয় স্থানে নেমে যাওয়া সাকিবের রান ৬ হাজার ৬৩০। এ তালিকায়ও শীর্ষে আছেন তামিম ইকবাল (৭৬৮৬ রান)।