আন্তর্জাতিক ডেস্ক : সংসদে তিন তালাক বিরোধী আইন পাস করে মুসলিম মহিলাদের ‘বোন’ বানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন তাহলে সেই মুসলিম মহিলাদের এত ভয় কেন পাচ্ছেন নরেন্দ্র মোদি? দেশটির রাজধানী দিল্লির শাহীনবাগ প্রসঙ্গে এভাবেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়্সেই।
দিল্লি বিধানসভার নির্বাচনী প্রচারে শাহীনবাগ আন্দোলনকে আক্রমণের নিশানা বানিয়েছেন নরেন্দ্র মোদি-সহ তাঁর দলের নেতারা। এবার কটাক্ষের সুরে সেই আক্রমণ ভোঁতা করতে এদিন দেশটির সংসদে সরব হলেন ওই এআইএমআইএম সাংসদ।
ঐদিন তিনি সংশোধিত নাগরিকত্ব আইন আর এনপিআর নিয়ে লোকসভায় সরব হয়েছিলেন। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে ওয়্সেই বলেছেন, “আপনি নির্দিষ্ট করুন এনপিআর আর এনআরসি, সিএএ’র সঙ্গে সংযুক্ত না। আপনি সংসদকে বলুন দেশব্যাপী এনআরসি হবে না।”
ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ধর্মের ভিত্তিতে কোনো আইন পাশ হয়েছে দাবি করে ওয়্সেই বলেন, ‘বিজেপি সরকার দেশে এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যাতে আমাদের অস্তিত্বের লড়াইয়ে যেতে হচ্ছে। এতে যদি আমরা হেরে যাই, তাহলে আমরা শেষ হয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের বর্তমান অবস্থা ১৯৩৩ সালের জার্মানির মতো। হিটলারের জার্মানির মতোই ভারতকে তৈরির চেষ্টা করছে বিজেপি সরকার।’
এনপিআর ও এনআরসির মধ্যে কোনো যোগসাজশ নেই এবং দেশে কোনো এনআরসি হচ্ছে না, বিষয়টি পরিষ্কার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।