জুমবাংলা ডেস্ক : সিলেটে নিজেদের মধ্যে দ্বন্দ্বের সূত্র ধরে ছুরিকাঘাতে এক চীনা নাগরিকের মৃত্যুর ঘটনায় খুন হওয়া চীনা নাগরিকের লাশ নিতে চীন থেকে ছুটে এসেছেন তার স্ত্রী।
মঙ্গলবার সকালে সিলেট নগরের পাঠানটুলা আবাসিক এলাকার একটি বাসা থেকে ওয়েন্টাও-এর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার ওইয়েন্টাওর লাশ হস্তান্তর করা হয়।
স্বদেশীর ছুরিকাঘাতে খুন হওয়া চীনা নাগরিক ওয়েন্টাওর লাশ তার স্ত্রী ওয়াং কিউ আই ইউজিংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ওই ব্যক্তির স্ত্রী বুধবার রাতে সিলেট আসেন। পরে তিনি ওয়েন্টাও-এর সহকর্মী খুনি জো চাওকে আসামি করে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তবে ওয়েন্টাওর লাশ দেশে নিতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। এর আগপর্যন্ত লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে।
ঘটনাসূত্রে জানা গেছে, চীনা ১২ নাগরিক পাঠানটুলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার সকাল নিজেদের মধ্যে ঝামেলার এক পর্যায়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই ওয়েন্টাও ওয়েই এর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযানসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, বৃহস্পতিবার সকালে চীনা নাগরিক উই ওয়েন্টাও-এর লাশের ময়নাতদন্ত শেষে সিলেটে আসা স্ত্রীর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এখন সব কাগজপত্র তার স্ত্রী দূতাবাসে জমা দেবেন। সব আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে নিয়ে যাওয়ার অনুমতি মিলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।