স্পোর্টস ডেস্ক: মাত্র ৫২ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শেন ওয়ার্ন। গতকালই তাঁর মরদেহ থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়া পৌঁছনোর কথা। থাইল্যান্ডের কোহ সামুইয়ে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই স্পিন কিংবদন্তি। এই দুঃখজনক ঘটনার কয়েকদিন কেটে গেলেও ক্রিকেটবিশ্বে এখনো শোকের ছায়া।
মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরে ওয়ার্নের জন্য বিশ্বের সমস্ত প্রান্ত থেকে শোকবার্তা ভেসে আসতে থাকে। সোমবার ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়, স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে কিংবদন্তির। ওয়ার্নের জন্য এখনো শোকাহত বিশ্ব। মহাতারকার সতীর্থ এবং প্রতিপক্ষরা তাঁকে সম্মানে ভরিয়ে দিচ্ছেন। সোমবার ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে আবেগী প্রতিক্রিয়া জানানো হয়। ওয়ার্নের বন্ধু এবং দীর্ঘদিনের সহযোগী টমাস হল ওয়ার্নের জীবনের সম্ভবত শেষ ছবি শেয়ার করেছেন।
১৫ বছর আগে থমাস হলের সঙ্গে প্রথমবার ওয়ার্নের সাক্ষাৎ হয়। তবে কয়েক বছর ধরে ওয়ার্নের সহযোগী হিসেবে জড়িত ছিলেন তিনি। নিজের কলাম দ্য স্পোর্টিং নিউজে হল লিখেছেন, ‘গত বছর কিংবা তার আগে থেকেই শেন আমার সঙ্গে কাজ করছিল। ২০০৫ সালের অ্যাশেজ, ২০০৮ আইপিএল এবং একটি ওয়ানডে ম্যাচের টি-শার্ট সে আমাকে দিয়েছিল। যা এখন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে দ্য স্পোর্টিং নিউজ অফিসে আছে। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।