সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর থেকে জাতীয় পতাকা আর নামানো হয়নি। দিনরাত ওই মেডিকেল কলেজের হাসপাতালের বহির্বিভাগ ভবনের সামনের অংশে (উপরে) সামনে জাতীয় পতাকা টানানো অবস্থায় রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ভবনে জাতীয় পতাকা টানানো অবস্থায় রয়েছে। হাসপাতালের বহির্বিভাগে কোন চিকিৎসক বা নার্স না থাকলেও কয়েকজন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সুর্যাস্তের পর অন্ধকার ঘনিয়ে এলেও জাতীয় পতাকা নামানোর ব্যবস্থা নেয়নি কেউ।
আশপাশের লোকজন জানান, ১৬ ডিসেম্বর জাতীয় পতাকা টানানোর পর থেকে সেটা আর নামানো হয়নি। সেখানে দিন-রাত সার্বক্ষণিক জাতীয় পতাকা টানিয়ে রেখে জাতীয় পতাকা তথা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করা হচ্ছে।
দায়িত্বরত আনসার সদস্য আলমগীর, বলাই সরকার, সুজন ও শহীদুল ইসলামের সাথে কথা হলে তারা বলেন, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে টানানো হয়েছে। এরপর এ পর্যন্ত আর নামাতে দেখিনি। তবে এটি দেখাশুনা করার জন্য আউট সোসিংয়ের লোক রয়েছে বলেও জানান তারা।
এ বিষয়ে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা: আরিফুর রহমান মুঠোফোনে জানান, এটা খুবই লজ্জাজনক ঘটনা যে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। আমি উপ-পরিচালককে বিষয়টা এখনই জানাচ্ছি।
এরপর কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ভবনের দায়িত্বে থাকা উপ-পরিচালক ডা: বেলায়েত হোসেনের মুঠোফোনে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, সুর্যাস্তের পর জাতীয় পতাকা উত্তোলন করা অবস্থায় থাকলে সেটা জাতীয় পতাকার অবমাননা। পতাকা আইন অনুযায়ী প্রতিদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করে সুর্যাস্তের পূর্বেই নামিয়ে ফেলতে হবে।
বাংলাদেশের পতাকার পাশে নিউজিল্যান্ডের নাম বসিয়ে দিলো আইসিসি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।