‘মেসিকে রাগিয়ো না, বরং তাকে আলিঙ্গন করে চুমু দাও’

'মেসিকে রাগিয়ো না, বরং তাকে আলিঙ্গন করে চুমু দাও'

‘মেসিকে রাগিয়ো না, বরং তাকে আলিঙ্গন করে চুমু দাও’

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির মতো নিপাট ভদ্রলোককে সাধারণত কাউকে খোঁচাতে দেখা যায় না। কিন্তু লুই ফন গাল তাকে যেভাবে উত্ত্যক্ত করেছেন, তার জবাব না দিয়ে পারেননি মেসি। গত কাতার বিশ্বকাপে গোল করে ফন গালকে খুঁচিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। শুধু তিনিই নন, অবসর ভেঙে জেরার্দ পিকের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কিংস লিগে খেলতে গিয়ে সোর্হিও আগুয়েরও জবাব দিয়েছেন ফন গালকে।

'মেসিকে রাগিয়ো না, বরং তাকে আলিঙ্গন করে চুমু দাও'

কাতার বিশ্বকাপের মাঝে মেসিকে নিয়ে আলোচনায় ফন গাল বলেছিলেন, ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়ের ম্যাচে মেসি বল স্পর্শই করতে পারেননি। এবার তার দল সেই হারের প্রতিশোধ নেবে। কিন্তু কাতারে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়ে মেসি ও তার সতীর্থরা ফন গালকে দেখিয়ে কানের কাছে হাত নিয়ে অদ্ভুত সেই উদযাপন করেন। যেটা বার্সেলোনায় খেলার সময় সাবেক আর্জেন্টিনা তারকা  হুয়ান রোমান রিকেলমে করতেন ফন গালের উদ্দেশে।

বার্সার কোচ হিসেবে রিকেলমেকে সাইডবেঞ্চে বসিয়ে রাখতেই বেশি পছন্দ করতেন ফন গাল। এবার ফন গালের উদ্দেশে সেই রিকেলমে বললেন, ‘আমার যত দূর মনে পড়ে, ম্যাচের আগে মেসিকে নিয়ে ফন গাল কিছু বলেছিলেন। মেসিকে রাগিয়ে দেওয়াটা কিন্তু বড় ভুল। এর চেয়ে বরং তাকে আলিঙ্গন করুন বা চুমু দিন। এগুলো করলে মেসি হয়তো আপনাকে হারাতে চাইবে না। সেরা খেলোয়াড় যখন রেগে যায়, তাকে হারানোর কোনো সুযোগই আপনার থাকবে না। এটা অসম্ভব। এ কারণেই আমি বলব, ফন গালের ওই কথা আর্জেন্টিনার জন্য খুব ভালো হয়েছিল। এ ছাড়া মেসির একটি সুবিধা আছে। সে রেগে গেলে অন্য খেলোয়াড়দের মতো লাল কার্ড দেখে না।’

রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না