জুমবাংলা ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল আইকন লিওলেন মেসির নাম ‘মেসি নাকি মিসি’ এ নিয়ে দুই যুবকের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে শাওন (২৫) নামে এক যুবকের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে মো. রকি (৩০) নামের অপর এক যুবক। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার দৌলতখান উপজেলার চৌকিখাট নামক জায়গায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, যে মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছিলো সেটির সিট কভার পুড়ে গেছে। তর্কাতর্কিতে জড়ানো ওই দুই যুবক হলেন, চৌকিখাট জায়গার মো. রকি (৩০) ও শাওন (২৫)। তারা দু’জনেই আর্জেন্টিনার সমর্থক বলে জানা গেছে। রকি মুদি ব্যবসায়ি এবং শাওন পেশায় জেলে।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ জিহাদ হাছান নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ওই ভিডিওতে রকি ও শাওনের তর্কাতর্কির বিষয়টি স্পষ্ট দেখা গেছে। পরে জিহাদ জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে নিজের মোটরসাইকেল নিয়ে রকির দোকানের সামনে আসেন শাওন। এরপর খেলাধুলার কথার প্রসঙ্গ উঠে তাদের দু’জনের মধ্যে।
তিনি জানান, একপর্যায়ে রকি দাবি করে আর্জেন্টিনার খেলোয়াড় ‘লিওনেল মেসির নাম মেসি, কিন্তু শাওন তার সঙ্গে তর্কে জড়িয়ে মেসির নাম মিসি’, বলে দাবি করেন। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রকি রাগের ক্ষোভে তর্কাতর্কির একপর্যায়ে শাওনের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। তাৎক্ষণিক স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে মোটরসাইকেলটির সিট কভার পুড়ে গেছে।
পরে শাওনের চাচা আবু তাহের শাওনকে বাড়িতে নিয়ে যান। তারা দু’জন একই জায়গার হওয়ায় শাওনের চাচা আবু তাহের তাদের দু’জনকে এ ঘটনায় পরবর্তীতে মিলমিশ করে দিবেন বলেও জানান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel