মোংলা বন্দর দিয়ে রেলে পণ্য পরিবহন শুরু

মোংলা বন্দর

জুমবাংলা ডেস্ক : মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে রেলে পণ্য পরিবহন। 

মোংলা বন্দর

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ৩০ ওয়াগনে এক হাজার ৫০ টন চিটাগুড় সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নেওয়া হয়। বাকিগুলো ধাপে ধাপে নেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান গণমাধ্যমকে জানান, ৬ ফেব্রুয়ারি পানামা পতাকাবাহী এমটি ডলফিন-১৯ জাহাজে করে পাঁচ হাজার ৫০০ টন চিটাগুড় আমদানি হয়।

ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক

এরপর সেই পণ্য খালাস করে মোংলা বন্দরের ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার দুপুর হতে রেলে করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির ডিপোতে নেওয়া শুরু হয়।