স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। শক্তির বিচারে আফগানিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। ক্রিকেট র্যাংকিং থেকে শুরু করে বর্তমান পারফর্ম্যান্সে আফগানিস্তানের থেকে অনেক এগিয়ে বাংলাদেশ।
শুধু তাই নয় এবারের বিশ্বকাপে পয়েন্ট টেবিলে সবার তলানীতে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশ জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে কি এই ম্যাচে নিজেদেরকেই ফেভারিট বলছেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নাবি।
নবী বলেন, ‘অবশ্যই আফগানিস্তান ফেভারিট। আমাদের কিছু দল নিয়ে পরিকল্পনা ছিল, অন্য দলগুলোর মতই। কিন্তু ক্রিকেটে প্রত্যেক ম্যাচেই আপনাকে নিজের সেরাটা ঢেলে দিতে হবে।’
নিজেদের ফেভারিট দাবি করে বাংলাদেশকে আখ্যা দিলেন ‘শক্তিশালী দল’ হিসেবে। নবী বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী একটি দল। বিশ্বকাপে তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজেও জিতেছে। ভালো ক্রিকেট খেললে বাংলাদেশ কেন, যেকোনো দলকেই হারাতে পারি আমরা।’
নবী আরও বলেন, ‘আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে। বাংলাদেশ ও আফগানিস্তান দুটিই ভালো দল। যারা ভালো খেলবে শেষপর্যন্ত, জয়লাভ করবে তারাই।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel