স্পোর্টস ডেস্ক : চলতি বছরের আগস্ট মাসে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস ছেড়ে নিজের পুরনো ঘর ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, বাজে পারফরম্যান্সের জেরে আগামী মৌসুমে রেড ডেভিলরা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কাটতে না পারলে ঘর ছাড়তে হবে পর্তুগিজ তারকাকে।
দ্বিতীয় মেয়াদে রোনালদো ইংল্যান্ডে যাওয়ার আগেও ম্যানচেস্টার ইউনাইটেডের কয়েক বছরের পারফরম্যান্স এতটা সন্তোষজনক ছিল না, তেমনটি আছে রোনালদো আসার পরেও। অধিকন্তু ওলে গানার সোলশারের শিষ্যরা এবার যে রকম খেলছে তাতে লিগ ও ইউরোপ মঞ্চ; দুই ক্ষেত্রেই হতাশাজনক ফল আসতে পারে। এমনটি হলে রোনালদোকেও আরেকবার ঠিকানা বদল করা লাগতে পারে, বলছে ইংলিশ গণমাধ্যম দ্য এক্সপ্রেসের প্রতিবেদন।
লিগে ম্যানচেস্টার ইউনাইটেড এখন ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ষষ্ঠ স্থানে। চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপে অবশ্য ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান তাদের। দলগতভাবে ইউনাইটেডের পারফরম্যান্স খারাপ হলেও ৩৬ বছর বয়সী বুড়ো রোনালদো রয়েছেন চিরচেনা ফর্মে। চলতি মৌসিমে ইংলিশ ক্লাবটির হয়ে সব মিলিয়ে ১২ ম্যাচে তিনি করেছেন ৮ গোল। যার অর্ধেকই আবার ম্যাচজয়ী। তবুও রোনালদোর যে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সম্ভাব্যতা নেই তার গ্যারান্টি কে দিতে পারে? কদিন আগেই যে এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের বাকি সময়টা এই ক্লাবে না কাটানোর কথা জানিয়েছিলেন তিনি।
২৭ আগস্ট দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন রোনালদো। গোল ডটকমের প্রতিবেদনে জানা যায়, পর্তুগিজ তারকার জন্য ২৪ মিলিয়ন ইউরো খরচ করেছিল ইউনাইটেড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আড়াইশো কোটি টাকা। এর আগে ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেছেন তিনি। সেবার ইংলিশ ক্লাবটির জার্সিতে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা। জিতেছিলেন ৯টি শিরোপা।
এরপর ২০০৯ সালে রোনালদো যোগ দেন রিয়াল মাদ্রিদে। ২০১৭ সালে মাদ্রিদ ছেড়ে য়্যুভেন্তাসে পাড়ি জমান পর্তুগিজ সুপারস্টার। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার দল বদলের পর খুব বেশি সাফল্য পায়নি ইতালির ক্লাবটি। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের বেলায়ও সেটি হলে তা সমর্থকদের জন্য খুবই হতাশাজনক হবে তাতে কোনো সন্দেহ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।