স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর পর দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু বিতর্ক থামেনি। ২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই প্রশ্নটা উঠছে। চিকিৎসক ও নার্সদের অবহেলাই আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর কারণ নয় তো?
এদিকে চিকিৎসায় অবহেলার কারণে ম্যারাডোনার মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করেছে আর্জেন্টিনার একটি আদালত। চিকিৎকদের অবহেলার কারণে ম্যারাডোনা মারা গেছেন বলে গতকাল প্রকাশিত একটি আদালতের রায়ে বলা হয়েছে। এজন্য আট চিকিৎসকের বিরুদ্ধে আনা হয়েছে অপরাধমুলক অবহেলার অভিযোগ। যাদের বিচারের সম্মুখীন হতে হবে।
২০২০ সালে ম্যরাডোনার মৃত্যুর জন্য দায়ী এই আটজনের বিচারের তারিখ এখনো নির্ধারণ হয়নি। ভাগ্যের কাছে সপে দিয়ে ম্যারাডোনাকে হাসপাতালে পাঠানোর দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে।
এর আগে মাথায় রক্তের জমাট বাঁধার কারণে ব্রেইন সার্জারি করা হয় ম্যারাডোনাকে। সফলতার সঙ্গে ওই অস্ত্রোপচপার সম্পাদিত হয় এবং সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি। কিন্তু এরপর ২০২০ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৬০ বছর বয়সী ফুটবল যাদুকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।