জুমবাংলা ডেস্ক : পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সাইক্লোনে রূপ নিয়ে বুধবার (৬ নভেম্বর) বিকাল বা রাতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর সূত্র। এদিকে এখন পর্যন্ত সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নিম্নচাপটি সাইক্লোনে পরিণত হলে সেটির নাম দেওয়া হবে “বুলবুল”। এ নামটি পাকিস্তানের দেওয়া।
আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়, নিম্নচাপটি আজ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে জানান, আজ বিকাল বা রাতে সাইক্লোনটি বাংলাদেশ এবং ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। তবে তা আরও শক্তিশালী হয়ে দিক পরিবর্তন করে বাংলাদেশের মূল ভূখণ্ডের ওপর দিয়েও যেতে পারে।
এখন পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।