জুমবাংলা ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, যত্রতত্র নার্সিং প্রতিষ্ঠান খোলা যাবে না। নার্সিং পড়া সহজ করা যাবে না।
উপাচার্য বলেন, নার্সিং পড়াশোনা আর্ন্তজাতিক মানের হতে হবে। নার্সিং পড়াশোনা সহজ করলে রোগীরা উন্নত সেবা থেকে বঞ্চিত হবেন।
আজ শনিবার বিএসএমএমইউয়ের বিএসসি ইন নার্সিংয়ের ১২তম ও এমএসসি ইন নার্সিংয়ের ১ম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে শারফুদ্দিন আহমেদ এসব কথা বলেন।
বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়টির এ ব্লক মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে নার্সিং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি, মঞ্চনাটক ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন।
শারফুদ্দিন আহমেদ বলেন, ‘নবীনদের কাছে অনেক চাওয়া। নবীনেরা লেখাপড়ার সাথে সাথে ভালো মানুষ হবে, এটি প্রত্যাশা করি। কার মধ্যে কী প্রতিভা আছে, তা আমরা জানি না। সে প্রতিভাকে উদ্ভাসিত করতে হবে।’ তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আন্তরিক হতে হবে। সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। দিনের পড়া দিনেই পড়তে হবে। অন্যদের সাথে ভালো ব্যবহার করতে হবে।
উপাচার্য বলেন, নার্সরা যদি রোগীদের পরিবারের সদস্য ভেবে সেবা দেন, তাঁদের একটু খোঁজখবর নেন তবেই রোগীরা চিকিৎসা নিয়ে স্বস্তি পাবেন।
শারফুদ্দিন আহমেদ বলেন, দক্ষ নার্স তৈরি করতে ভালো প্রতিষ্ঠান দরকার। যত্রতত্র নার্সিং প্রতিষ্ঠান খোলা যাবে না। নার্সিং পড়া সহজ করা যাবে না। নার্সিং পড়াশোনা আর্ন্তজাতিক মানের হতে হবে। নার্সিং পড়াশোনা সহজ করলে রোগীরা উন্নত সেবা থেকে বঞ্চিত হবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক দেবব্রত বণিক। স্বাগত বক্তব্য দেন নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বপন কুমার তপাদার প্রমুখ।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel