আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে যানজট এড়াতে এবার চালু হচ্ছে হেলিকপ্টার সেবা। বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) বিমানবন্দরের মধ্যে সেবাটি চালু করার ঘোষণা দিয়েছে ব্লেড ইন্ডিয়া। আগামী ১০ অক্টোবর থেকে সেবাটি চালু হবে।
জানা গেছে, সড়কে যে পথ পাড়ি দিতে দুই ঘণ্টার বেশি সময় লেগে যায়, হেলিকপ্টার সেবায় ১২ মিনিটে সে পথ অতিক্রম করা যাবে।
টিকিটের মূল্য বাবদ যাত্রীদের গুনতে হবে তিন হাজার ২৫০ রুপি। বুকিংয়ের জন্য টিকিট ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে।
আশা করা হচ্ছে এই সেবাটি করপোরেট যাত্রীদের জন্য বেশ আকর্ষণীয় হবে। কারণ এইচএএল বিমানবন্দরটি কোরামঙ্গলা, ইন্দিরানগরের মতো জনপ্রিয় স্থান এবং আইটি পার্কের কাছাকাছি অবস্থিত।
প্রাথমিকভাবে এই রুটে দুটি হেলিকপ্টার চালানো হবে। স্থানীয় সময় সকাল ৯টায় বেঙ্গালুরু থেকে এইচএএল বিনামবন্দরে যাওয়ার হেলিকপ্টারটি ছাড়বে এবং বিকেল ৪টা ১৫ মিনিট নাগাদ সেটি ফেরত আসবে।
যানজটের কারণে বেঙ্গালুরু শহরের অনেক দুর্নাম রয়েছে। গত ৩০ আগস্ট পাঁচ ঘণ্টার ট্রাফিক জ্যামে ২২৫ কোটি রুপি ক্ষতি হয়েছে বলে দাবি করেছিল বেঙ্গালুরুর একটি তথ্য-প্রযুক্তি কম্পানি।
সূত্র : জি নিউজ।
পাকিস্তান এয়ারলাইন্সে বাধ্যতামূলক করা হলো বিমানবালাদের অন্তর্বাস পরা
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel