স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে ‘গেম চেঞ্জার’ নামে নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন শহীদ আফ্রিদি। তারপর থেকেই প্রতিদিন খবরের শিরোনাম হচ্ছেন তিনি। এই পাকিস্তানি অলরাউন্ডারের আত্মজীবনী থেকে এবার জানা গেলো, ৩৭ বলে রেকর্ড গড়া শতরানের ইনিংসটি তিনি খেলেছিলেন শচীন টেন্ডুলকারের ব্যাট দিয়ে।
আত্মজীবনীতে বিভিন্ন অজানা তথ্য প্রকাশ করে গত কয়েকদিন ধরে আলোচনায় আছেন শহীদ আফ্রিদি। নিজের প্রকৃত বয়স ও গৌতম গম্ভীরকে সমালোচনার খবরের পর এবার শিরোনাম হয়েছেন টেন্ডুলকারের ব্যাট দিয়ে রেকর্ড গড়ার খবরে।
১৯৯৬ সালে নিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন। মাত্র ৪০ বলে ১১টি ছয় ও ৬টি চারের মারে করেছিলেন ১০২ রান। আফ্রিদির ৩৭ বলে শতক তুলে নেয়ার ইনিংসটি ১৮ বছর ধরে দ্রুততম শতকের রেকর্ডে শীর্ষে ছিল।
আফ্রিদি জানিয়েছেন, সেই ইনিংসটি তিনি খেলেছিলেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ব্যাট দিয়ে। কীভাবে সেই ব্যাটটি পেয়েছিলেন তার বর্ণনাও দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।
টেন্ডুলকার তার ব্যাটটি আরেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনুসের কাছে দিয়েছিলেন পাকিস্তানে শিয়ালকোটের প্রখ্যাত ব্যাট উৎপাদনের কারখানায় নেয়ার জন্য। যেখান থেকে আরেকটি ব্যাট তৈরি করতে চেয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান।
তবে ওয়াকার ইউনুস ব্যাটটি শিয়ালকোটে নিয়ে যাওয়ার আগে তৎকালীন তরুণ ক্রিকেটার আফ্রিদিকে দিয়েছিলেন। আর সেই ব্যাট দিয়েই বিশ্বরেকর্ড গড়েছিলেন আফ্রিদি।
আফ্রিদি তার বইয়ে আরো জানিয়েছেন, সতীর্থ শাদাব কবিরের সাথে ম্যাচে আগের রাতেই সনাৎ জয়সুরিয়া, মুত্তিয়া মুরালিধরনের বলে ছয় মারার স্বপ্নের কথা বলেছিলেন। সেই ম্যাচেই আফ্রিদি তাণ্ডবে জয়সুরিয়া ও মুরালিধরন ১০ ওভারে যথাক্রমে ৯৪ ও ৭৩ রান খরচ করেন।
১৮ বছর পর ২০১৪ সালে আফ্রিদির রেকর্ড ভেঙে দেন কোরি অ্যান্ডারসন। এই কিউই অলরাউন্ডার ৩৬ বলে শতক তুলে নিয়েছিলেন। তবে অ্যান্ডারসনের রেকর্ড বেশিদিন স্থায়ী হয়নি।
পরের বছরই (২০১৫ সাল) সেই রেকর্ড নিজের করে নেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান মাত্র ৩১ বলে তুলে নিয়েছিলেন শতক। তাত রেকর্ডটি এখনো স্থায়ী আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।