বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পর ব্যাটারদের দৃঢ়তায় অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দলীয় ১ রানেই যুক্তরাষ্ট্রের ওপেনার অমরিন্দর গিলকে ফিরিয়ে দেন বোলাররা। এরপর মাত্র ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার অর্জুন মহেশ। ৬ রানেই দুই উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র।
তৃতীয় উইকেটে সাহিল গার্গ ও অধিনায়ক উৎকর্ষ শ্রীবাস্তব কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে সেই জুটি বেশি দূর এগোতে পারেনি। দলীয় ৫৭ রানে ৩৪ রান করা সাহিল আউট হলে আবার ব্রেকথ্রু পায় বাংলাদেশ। অধিনায়ক উৎকর্ষ ৩৯ রান করে ফিরলে রানের গতি আরও কমে যায়।
আরও পড়ুন: বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, শুরু হচ্ছে তদন্ত
একপর্যায়ে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় যুক্তরাষ্ট্র। সেখান থেকে আদনিত ঝাম্বের ব্যাটে ভর করে সম্মানজনক সংগ্রহ গড়ে দলটি। ৬৯ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ১৯৯ রান তোলে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে পেসার ইকবাল হোসেন ৪১ রানে নেন ৩ উইকেট। আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন শিকার করেন ২টি করে উইকেট।
২০০ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ আত্মবিশ্বাসী সূচনা পায়। ওপেনার জাওয়াদ আবরার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪২ বলে ৪৭ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। অন্য ওপেনার রিফাত বেগ সাবধানী ব্যাটিংয়ে করেন ৩২ রান।
এরপর অধিনায়ক আজিজুল হাকিম ইনিংসের ভার নিজের কাঁধে নেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি করেন ৮২ বলে ৬৪ রান। তার বিদায়ের সময় বাংলাদেশ জয়ের জন্য ছিল মাত্র ২৪ রান দূরে। পরে কালাম সিদ্দিকি ও রিজান হোসেন সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন। কালাম ৩০ ও রিজান ২০ রানে অপরাজিত থাকেন।
আইসিজে-তে রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের মিথ্যাচার, বাংলাদেশের তীব্র প্রতিবাদ
এই জয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছিল দলটি এবং ভারতের কাছে হেরেছিল প্রথম ম্যাচে। চার দলের গ্রুপ থেকে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে উঠেছে। সব ম্যাচে হেরে ১৩ থেকে ১৬তম স্থানের প্লে–অফে নেমে গেছে যুক্তরাষ্ট্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


