আন্তর্জাতিক ডেস্ক : তীব্র শীতে কাঁপছে দেশ। এশিয়া থেকে ইউরোপের বিভিন্ন জায়গায় এ শীতের তীব্রটা জেঁকে বসেছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রে শীতকালের ঝড়ের কবলে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান জানিয়েছে, শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ১২ অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া দেশটিতে অন্তত ২০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফ্লাইট ট্রাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দুই হাজার ৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া একই সময়ে পাঁচ হাজার ৮৬৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে. তাদের ৪০১টি ফ্লাইট বাতিল হয়েছে। আর স্কাইওয়েস্ট জানিয়েছে, তাদের ৩৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, আমরা বিমান পরিচালনায় মধ্য-পশ্চিম এলাকায় শীতকালীন আবহাওয়ার কারণে আজ ও আগামীকাল বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়েছি।
সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে, এ সময়ে শিকাগো, দেটরিওট এবং ওমাহায়ওয়ের প্রভাব পড়তে পারে। এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসন সতর্কবার্তা দেয়- মেঘ, তুষার ও ঝড়ের কারণে বিভিন্ন এয়ারপোর্টে বিমান চলাচল বিলম্বিত হতে পারে।
শীতকালীন ঝড়ের প্রভাবে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা নেমে গেছে। ফলে এসব এলাকায় বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে। এতে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে উৎপাদন কেন্দ্রগুলো। কলারোডা, আরাকানাসাস, উইসকনসিন এবং ইলিনয়সের বহু এলাকা শুক্রবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।