যুবলীগ নেতার হয়রানীমূলক মামলার প্রতিবাদে কালীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে কথা সাহিত্যিক ও সমকালের সাংবাদিক ইজাজ আহমেদ মিলনসহ ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আদালতে করা হয়রানীমূলক মানহানী মামলা দায়ের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ মার্চ) দুপুরে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সমানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে হয়রানীমূলত মানহানী মামলা দায়ের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমকাল কালীগঞ্জ প্রতিনিধি আহম্মদ আলীর সভাপতিত্বেও মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ূব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, গাজীপুর প্রেসক্লাবের সদস্য আব্দুল গাফফার প্রমুখ।

এ সময় সাংবাদিক নেতারা অবিলম্বে ইজাজ আহমেদ মিলনসহ ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে করা হয়রানীমূলক মানহানী মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক সরকার, বিল্লাল হোসেন, ওমর আলী মোল্লা, রাসেল মিয়া, ইমতিয়াজ আহমেদ, মাহফুজুর রহমান জয়, মোহাম্মদ এমরান হোসেন, সবুজ মিয়া, মো. কাজী ওমর ফারুক, খোরশেদ আলম খান, মুজিবুর রহমান, আব্দুর রহমান, খুশি খানম, তৈয়্যবুর রহমান, হাবীবুর রহমান লুলুসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইনে কর্মরত গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য, গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের নানা অপকর্ম নিয়ে গত ১১ মার্চ সমকালের প্রথম পৃষ্ঠায় ‘যুবলীগের সাইফুল অপরাধে মশগুল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে উঠে আসে তার দলীয় পদ কেনাবেচা, অবৈধ ঝুট ব্যবসা, জমি দখল ও মাদকের ব্যবসার মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যাওয়া চিত্র। সংবাদ প্রকাশের ১২ দিনের মাথায় তিনি ৫ কোটি টাকার মানহানীর অভিযোগ তুলে ২৩ মার্চ গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ মামলা (সি.আর মামলা নং ১৬৬/২০২২) দায়ের করেন।

এদিকে, মামলা প্রত্যাহারের দাবিতে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন, প্রতিবাদ সভাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।