আর্ন্তজাতিক ডেস্ক : জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসে ভারী হয়ে গেছে লাগেজ। বিমান কর্তৃপক্ষ জানায়, এজন্য দিতে হবে বাড়তি টাকা। কিন্তু কোন ভাবেই বাড়তি খরচ দিতে রাজি নয় এক যাত্রী। তাই বিমানবন্দরেই লাগেজ থেকে বের করে একে একে পরলেন ১৫ টি জামা। খবর ডেইলি মিররের।
জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসে ভারী হয়ে গেছে লাগেজ। বিমান কর্তৃপক্ষ জানায়, এজন্য দিতে হবে বাড়তি টাকা। কিন্তু কোন ভাবেই বাড়তি খরচ দিতে রাজি নয় এক যাত্রী। তাই বিমানবন্দরেই লাগেজ থেকে বের করে একে একে পরলেন ১৫ টি জামা। খবর ডেইলি মিররের।
এই ঘটনা ঘটেছে ফ্রান্সের নিস বিমান বন্দরে।
জানা যায়, ওই যাত্রীর নাম গ্লাসগোতে জন ইরভাইন। তিনি টিকিট কেটেছিলেন ইজিজেট এয়ারপ্লেনে। ফ্রান্সের নিস বিমানবন্দরে জন ও তার পরিবার পৌঁছনোর পর বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয় তাদের লাগেজ অত্যন্ত ভারী। তারা নিস থেকে এডিনবার্গ যাচ্ছিলেন। আট কিলোর বেশি ভারী ব্যাগেজের জন্য তাদের বাড়তি ভাড়া দিতে বলা হয়। কিন্তু সেই টাকা বাঁচাতে লাগেজ খুলে একের পর এক পোশাক পরেন জন।
সেই ঘটনার দৃশ্য জনের পরিবারের লোকেরা ভিডিও করে।এরপর জন নিজের টুইটারে সেই ভিডিও পোস্ট করে। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও। অনেকে জনের এমন কাণ্ড নিয়ে মজার অভিব্যক্তি ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।