যে কারণে বদলে গেলো বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টির ভেন্যু

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টির ভেন্যু

প্রায় ৫ বছর পর ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। আসছে সেপ্টেম্বরে-অক্টোবরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টির ভেন্যু

এই সিরিজের সূচি প্রকাশিত হয়েছিল গত ২০ জুন। প্রায় দুই মাস পর সূচি পরিবর্তনের কথা জানায় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (বিসিসিআই)। তবে দুই সিরিজে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু বদল হয়েছে। হিমাচলের বদলে মধ্যপ্রদেশে হবে প্রথম টি-টোয়েন্টি। বাকি ম্যাচগুলোর ভেন্যু অপরিবর্তিত রয়েছে।

ভারতের বিপক্ষে এই সফরে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি হবে তিন ভেন্যুতে।

০৬ অক্টোবর ধর্মশালায় হওয়ার কথা ছিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সেটি একই তারিখে হবে মধ্যপ্রদেশে। স্টেডিয়াম সংস্করণের কাজ চলায় ম্যাচটি মধ্যপ্রদেশে আসে। শ্রিমান্ত শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে টি-টোয়েন্টির অভিষেক হবে।

এরপর ০৯ অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এরপর তারা ১৬ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। আর ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ৫ ম্যাচ টি-টোয়েন্টি ও ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ।

শুটিং সেটে যে কারণে প্রেমিক ডিনোর সঙ্গে মারামারি করেছিলেন বিপাশা

সবশেষ সফরে ইন্দোরে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ১৩০ রানে। এরপর কলকাতা টেস্টে তারা হার মানে ইনিংস ও ৪৬ রানে।