শ্রীলঙ্কার টি–টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ঘিরে আলোচনা যেন থামছেই না। অবসর ভেঙে ফিরলেও আইসিসির নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার চলমান টেস্টে খেলতে পারছেন না তিনি।
এবার চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। বাঁ পায়ের গোড়ালির চোটে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।
আগেই জানা গিয়েছিল, চোটের কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের শুরুর দিকে অনিশ্চিত লঙ্কান এই দলপতি। এবার জানা গেছে, পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন হাসারাঙ্গা।
স্থানীয় এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
অ্যাশলের ভাষ্য, সে (হাসারাঙ্গা) আইপিএলে অংশ নিচ্ছে না। কারণ, চিকিৎসক তাকে পুনর্বাসনে থাকতে বলেছে। তার হিলে (গোড়ালিতে) ফোলা আছে, এতদিন ইনজেকশন নিয়ে খেলছিল সে। তাই বিশ্বকাপের আগেই সে এই সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নিয়েছে, আর তাই এ বছর আইপিএল না খেলার সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছে।
চলতি আসরে হাসারাঙ্গার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার কথা ছিল। নিলাম থেকে ১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে তাকে দলে টেনেছিল হায়দরাবাদ।
এর আগে, গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন হাসারাঙ্গা। ৮ ম্যাচে ৯ ইকোনমিতে তার শিকার ৯ উইকেট।
আইপিএলে ২০২২ মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন হাসারাঙ্গা। ওই আসরে ১৬ ম্যাচে ২৬ উইকেট শিকার করেন হাসারাঙ্গা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.