স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। কেন হারতে হল রোহিত শর্মার ভারতকে? পাঁচ কারণ খুঁজে পেল গণমাধ্যম।
এক, অক্ষর পটেল ছাড়া ভারতীয় বোলারদের জঘন্য বোলিং। বিশেষ করে এক জন জোরে বোলারও ভাল বল করতে পারেননি। ভুবনেশ্বর কুমার চার ওভারে ৫২ রান দেন। হর্ষল পটেল চার ওভারে ৪৯ রান দেন। হার্দিক পাণ্ড্যর দু’ওভারে ওঠে ২২ রান। উমেশ যাদবের দু’ওভারে ওঠে ২৭ রান।
দুই, যুজবেন্দ্র চহালকে পুরো কোটা বলই করানো যায়নি। তিনি প্রথম তিন ওভারে ৩৮ রান দেন। কোনও উইকেট পাননি। একেবারে শেষ ওভারে তাঁকে আবার বল দেন রোহিত। ৩.২ ওভারে ৪২ রানে শেষ করেন তিনি।
তিন, মোক্ষম সময়ে অক্ষর এবং কেএল রাহুল ক্যাচ ফেলেন। অষ্টম ওভারে মিড উইকেটে ক্যামেরন গ্রিনের ক্যাচ ফেলেন অক্ষর। পরের ওভারে লং অফে স্টিভ স্মিথের ক্যাচ ফেলেন রাহুল।
চার, পাঁচ ওভারের মধ্যেই রোহিত শর্মা এবং বিরাট কোহলীর উইকেট হারানো। উইকেটে যেখানে কিছুই ছিল না, সেখানে এই দু’জন রান পেলে ভারতের রান ২৫০-র কাছাকাছি পৌঁছে যেতে পারত।
পাঁচ, গ্রিন, স্মিথ, ওয়েড যখন মারতে শুরু করেন, তখন তাঁদের থামানোর জন্য রোহিতের কোনও দ্বিতীয় পরিকল্পনা ছিল না।
সালমানের ‘বিগবসে’র ঘরে নুসরাত, পারিশ্রমিক কত নিচ্ছেন জনপ্রিয় নায়িকা?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।