সিলেট নগরীর কয়েকটি এলাকায় আজ শুক্রবার (২১ নভেম্বর) নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ কাজ এবং লাইনঘেঁষা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকায় তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতিঢাকায় তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কালীঘাট ফিডার লাইনের আওতাধীন আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্রি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড ও আশপাশের এলাকাগুলো এই সময় বিদ্যুৎহীন থাকবে।
এ ছাড়া ১১ কেভি ধোপাদিঘীরপাড় ফিডার লাইনের আওতাধীন রোজ ভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোডের দুই পাশ ও পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধনবিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
নিরাপত্তার স্বার্থে রক্ষণাবেক্ষণ চলাকালীন লাইনকে সক্রিয় হিসেবে বিবেচনা করতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে বিউবো। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



