আমে পাওয়া সম্ভব প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। আর এসব অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল থেকে বাঁচায়। তাই নীরোগ আর সবল দেহ বজায় রাখার জন্য আম গুরুত্বপূর্ণ। আমের পুষ্টি উপাদানগুলো ত্বকের জন্য খুবই ভালো। এতে আছে প্রচুর ভিটামিন সি। এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে খুবই কার্যকর। এ ছাড়া বয়সের ছাপ রোধ করতে পারে আম।
আম মিষ্টি হলেও সামগ্রিকভাবে আম ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এক কাপ আমে আছে ২.৬ গ্রাম আঁশ, আর ১০০ ক্যালরি। আঁশের কারণেই আম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। আর তাই উল্টাপাল্টা খাওয়া হয় না ক্ষুধার মুখে। সাদা চিনিযুক্ত ডেজার্টের চেয়ে আম খাওয়া অনেক ভালো।
আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভালো রাখতে সাহায্য করে আম। ভিটামিন এ আর ভিটামিন সির মতো অ্যান্টি-অক্সিডেন্ট আছে এতে প্রচুর। আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভালো রাখতে সাহায্য করে আম। ভিটামিন এ আর ভিটামিন সির মতো অ্যান্টি-অক্সিডেন্ট আছে এতে প্রচুর।
আমে আছে প্রচুর আঁশ। আর খাদ্য-আঁশ যে পরিপাকতন্ত্রের জন্য ভালো, তা সবারই জানা। আঁশ বা ফাইবার কোষ্ঠ পরিষ্কার করে, খাবার হজমে সহায়তা করে। আবার রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে, খারাপ কোলেস্টেরল কমাতে, এমনকি হৃদ্রোগ থেকে বাঁচাতেও আঁশ কার্যকর ভূমিকা পালন করে।
সম্প্রতি বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দিনের খাদ্যতালিকায় আম রাখলে কিছু ক্যানসারের বিরুদ্ধে তা একটি কার্যকর ভূমিকা রাখতে পারে। এর অ্যান্টি-অক্সিডেন্টগুলোর প্রদাহরোধী ক্ষমতার জন্যই তা সম্ভবপর হয়। পাকা আমের চোখজুড়ানো কমলা রং যে রঞ্জক পদার্থের উপস্থিতির জানান দেয়, তা হলো ক্যারোটিনয়েড।
এই গোত্রের ফাইটো নিউট্রিয়েন্টের মধ্যে লুটেইন আর জিয়াজ্যানথিন প্রচুর পরিমাণে থাকে পাকা আমে। ভিটামিন এ আর বিটা ক্যারোটিনের খুব ভালো উৎস আম। সব মিলে চোখের কার্যকারিতায় খুবই উপকারী আম। দিনের ভিটামিন সির চাহিদার অর্ধেকই মিটে যায়। আর সেই সঙ্গে মেলে দৈনিক চাহিদার ৮ শতাংশ ভিটামিন এ, ভিটামিন বি-সিক্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।