রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র সভাপতি নূরুল, সাধারণ সম্পাদক কালাম

জুমবাংলা ডেস্ক: সাবেক সচিব ড. মোঃ নূরুল ইসলামকে সভাপতি এবং বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে রংপুর বিভাগ সমিতি, ঢাকার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সিনিয়র সদস্যদের পরামর্শক্রমে রংপুর বিভাগ সমিতি, ঢাকার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি খুব শিগগিরই গঠন করবেন বলে এজিএমে সিদ্ধান্ত হয়।

রংপুর বিভাগ সমিতি, ঢাকার বার্ষিক সাধারণ সভা প্রস্তুতি উপ-কমিটির আহ্বায়ক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নূরজ্জামান আহমেদ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব মোঃ মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান, সাবেক সচিব রেজাউল আহসান, বঙ্গবন্ধু সেটেলাইটের চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ, সমিতির শিক্ষাবৃত্তি উপ-কমিটির আহ্বায়ক মোঃ কফিল উদ্দিন ও পিএসসির সদস্য প্রফেসর ড. নূরজাহান বেগম।

এজিএম শেষে ১০১ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘মোঃ আনোয়ারুল গনি শিক্ষাবৃত্তি’ তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ও সমিতির নেতৃবৃন্দ।

এসময় সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সঠিক নেতৃত্বে সঠিক পথে রয়েছে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী দক্ষতার স্বাক্ষর রাখায় সম্প্রতি বিশ্বনেতারাও তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। এ প্রশংসা দেখে বিদেশি প্রভুদের কাছে ধরনা দেয়া বিরোধী পক্ষের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা বিভিন্ন আশঙ্কার গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই সকলকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।’

পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।