জুমবাংলা ডেস্ক : রংপুর মহানগরীর বেতপট্টি এলাকায় দেয়াল ভেঙ্গে দুই স্বর্ণের দোকান লুট করা হয়েছে। শুক্রবার রাতের যেকোনো সময় এই লুটের ঘটনা ঘটে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, ‘বেতপট্টির কালেক্টরেট শপিং কমপ্লেক্সের স্মৃতি জুয়েলার্স ও মডার্ন জুয়েলার্সে শুক্রবার রাতের যেকোনো সময় এই লুটের ঘটনা ঘটেছে। কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা জানা যায়নি।’
তিনি জানান, ‘স্মৃতি জুয়েলার্সের পাশেই রিয়াজ স্টিল নামে আরেকটি দোকান আছে। ওই দোকানের ওপরের টিন কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান দিয়েই চোর ভেতরে ঢুকেছে। এরপর দেয়াল ভেঙ্গে স্মৃতি জুয়েলার্সে ঢোকে। আবার স্মৃতি জুয়েলার্সের দেয়াল ভেঙ্গে পাশের মডার্ন জুয়েলার্সে প্রবেশ করেছে।’
স্মৃতি জুয়েলার্সের মালিক স্বর্ণ ব্যবসায়ী বাদশা মিয়া জানান, ‘বৃহস্পতিবার দোকান করে সবাই রাতে বাসায় যাই। শনিবার সকাল পৌনে ১০টার দিকে দোকান খুলতে যায় কর্মচারী আব্দুর রহমান। আমি পাশের দোকানে চা খাচ্ছিলাম। দোকান খুলেই আব্দুর রহমান দেখে সব জিনিসপত্র এলোমেলো পড়ে আছে। ভল্ট আর ক্যাশ ছিল ভাঙ্গা। তার চিৎকার শুনে কাছে গিয়ে দেখি সবকিছুই নিয়ে গেছে। কিছুই নেই। আমার দোকানে একটি আংটিও রাখেনি তারা।’
তিনি জানান, ৬১ ভরি স্বর্ণ ও ১০৫ ভরি রুপাসহ সব কিছুই নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মডার্ন জুয়েলার্সের মালিক এনামুল হক সোহেল জানান, ‘প্রথমে বাদশা ভাই দোকান খুলে সব তছনছ দেখেন। সেখানে পুলিশ আসে। এরপর দেখতে পায় তার দোকানের দেয়াল ভেঙ্গে আমার দোকানে চোর ঢুকেছে। আমার সব স্বর্ণ ভল্টে ছিল। ভল্টের বাইরের তালা ভেঙ্গেছে। আমাদের কাছে যে চাবি আছে, সেই চাবি দিয়ে ভল্ট খুলছে না। আমরা এখনো বুঝতে পারছি না, আমাদের দোকানের কিছু লুট হয়েছে কি-না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।