জুমবাংলা ডেস্ক: করোনার বিস্তার রোধে চলছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ পালনের জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে কাজ করছেন। তাদের এই কাজের সাথে মাঠে আছেন স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন।
এ পরিস্থিতিতে চরম বিপাকে আছেন কর্মহীন, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষেরা। এসব মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। এ ধারাবাহিকতায় রংপুর বিভাগের এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন।
বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে করোনাকালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম কামরুল হাসান।
এসময় সামাজিক দূরত্ব মেনে সুবিধাভোগীদের হাতে হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি চালসহ মসুর ডাল, আটা, তেল, লবণ ও একটি করে জীবাণুনাশক সাবান রয়েছে।
বিতরণ কার্যক্রমে রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, কাউন্সিলর মুনতাসির শামীম লাইকো, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) উজ্জ্বল কুমার রায়, কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।