স্পোর্টস ডেস্ক: বল হাতে ফের ভেলকি দেখিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বুধবার মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। সেই ম্যাচে বল হাতে ভেলকি দেখিয়েছেন রশিদ খান। চলতি বিগ ব্যাশ আসর সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে দলকে জেতালেন তিনি।
৪ ওভার বোলিং করে মাত্র ১৭ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন রশিদ। যে ছয়জনকে তিনি সাজঘরে ফিরিয়েছেন তাদের পাঁচজনই রানের খাতা খুলতে পারেননি।
ব্রিসবেন হিটের ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে প্রথম ওভারেই ১১ রান দেন রশিদ। তবে এর পরের ওভারে বিসব্রেনের স্যাম হেজলেট ও জ্যাক লেহমানকে সাজঘরে ফেরান তিনি। তৃতীয় ওভারে মাত্র ২ রান খরচায় সাজঘরে ফেরান উইল প্রেসিউইজকে। নিজের কোটার শেষ ওভারে মাত্র এক রান দিয়ে ম্যাথুও কুনেমান, মুজির উর রহমান ও লিয়াম গুথ্রিইকে আউট করেন রশিদ।
রশিদের বোলিং তোপে রানের খাতা খুলতে পারেননি স্যাম হেজলেট, জ্যাক লেহমান, উইল প্রেসিউইজ, মুজিব উর রহমান ও লিয়াম গুথ্রিই।
রশিদের দূর্দান্ত বোলিং নৈপুণ্যে এদিন ব্রিসবেন হিটের বিপক্ষে ৭১ রানের বিশাল জয় পেয়েছে অ্যাডিলেডের স্ট্রাইকার্স। যেখানে অ্যাডিলেডের দেওয়া ১৬২ রানের টার্গেটে ১৫ ওভারে মাত্র ৯০ রানেই অলআউট হয়েছে ব্রিসবেন।
সবমিলিয়ে বিগ ব্যাশের ১১ আসরের ইতিহাসে তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রশিদ। ২০১২ সালে মাত্র ৭ রানে ৬ উইকেট শিকার করে এই তালিকায় সবার উপরে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। আর দুই নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধি। তিনি ২০১৭ সালে ১১ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।