Advertisement
রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আলমগীর হোসেন নামে এক যুবক আজ (৪ অক্টোবর) মারা গেছেন।
লংগদু উপজেলার আদ্রকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারের ব্যবসায়ী শাহ আলমের পুত্র আলমগীর পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার সময় বিদ্যুৎ সংযোগের লাইন ঠিক করার জন্য খুঁটিতে উঠলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় আলমগীর। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার আবাসিক প্রকৌশলী সাগর দেবনাথ জানান, যথাযথ শাটডাউনের অনুমতি না নিয়েই ওই ব্যক্তি বিদ্যুতের খুঁটিতে উঠেছিল। লাইনে বিদ্যুৎ থাকার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এভাবে ঝুঁকি নিয়ে বিদ্যুৎতের খুঁটিতে কাজ না করার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।