জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় চলমান লকডাউন আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময় চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এই কঠোর বিধিনিষেধ অমান্য করার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ৭৯১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।
Advertisement
শনিবারসন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৩৬১ গাড়িকে ৯ লাখ ০৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
লকডাউনের আদেশ অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে গত ৯ দিনের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৫ হাজার ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।