রাজধানীর যাত্রাবাড়ীতে এক জুয়েলারি দোকানে চুরির ঘটনায় প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও হয়েছে। চোরেরা দেয়াল কেটে দোকানে ঢুকে এই চুরির ঘটনা ঘটায়। পুলিশ বলছে, পাশের দোকান ভাড়া নেওয়া কয়েকজন ভুয়া কাগজপত্র ব্যবহার করে এই পরিকল্পিত চুরিতে জড়িত থাকতে পারে।
ঘটনাটি ঘটে গত রোববার (৫ অক্টোবর) রাতে, যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় সংলগ্ন হাজী সামাদ সুপার মার্কেটের ভেতরে রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলার ‘লিলি গোল্ড হাউজ’ নামের জুয়েলারি দোকানে।
দোকানের মালিক মো. জাকির হোসেন (৩৭) যাত্রাবাড়ী থানায় ৩–৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এজাহারে তিনি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি ও কর্মচারী মিজানুর রহমান রাকিব বাসায় যান। পরদিন সকাল সাড়ে ১০টার সময় দোকানে এসে দেখেন, ডিসপ্লে থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা) এবং ক্যাশ বাক্সে থাকা ২ লাখ ৭৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। দোকানের ভেতর জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
চিৎকার শুনে আশপাশের দোকানিরা এসে দেখতে পান, দোকানের উত্তর পাশের দেয়াল কাটা অবস্থায় রয়েছে। পাশের দোকানের দিক থেকে দেয়াল ভেঙে প্রবেশের আলামতও মেলে।
জাকির হোসেনের অভিযোগ, দুই মাস আগে পাশের দোকানটি অজ্ঞাতনামা ৩–৪ জন লোক জনৈক আলাউদ্দিনের ভগ্নিপতি শহিদুল ইসলাম রতনের কাছ থেকে থ্রি-পিস ব্যবসার কথা বলে ভাড়া নেয়। তিনি ধারণা করছেন, ওই দোকান ভাড়া নেওয়া লোকেরা পূর্ব পরিকল্পিতভাবে দেয়াল কেটে তার দোকানে ঢুকে স্বর্ণ ও টাকা চুরি করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন,
“কাপড়ের দোকান ভাড়া নেওয়া ব্যক্তিরা ভুয়া কাগজপত্র ব্যবহার করেছিল। তাদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। দ্রুতই গ্রেপ্তার সম্ভব হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।