জুমবাংলা ডেস্ক : রাজধানীর কচুক্ষেত এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাসান রানা মুন্সি (৩৯) নামের এক ঠিকাদার মারা গেছেন।
রোববার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভবন থেকে পড়ে যান হাসান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসান রানা মুন্সির চাচতো ভাই শফিকুল ইসলাম জানান, কচুক্ষেতে এলাকায় নির্মাণাধীন নয়তলা ভবনের ছাদের সেন্টারিং কাঠ খোলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান হাসান।
হাসান রানা মুন্সি নীলফামারী সদরের চবা দবালিয়া গ্রামের মুজিবুর রহমান মুন্সির ছেলে। কচুক্ষেত এলাকায় থাকতেন তিনি। এক মেয়ের বাবা ছিলেন হাসান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।