জুমবাংলা ডেস্ক: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, পুলিশ কনস্টবল কোরবান আলী হোসাইন (৩৬) ও মো. আবির হোসেন সঞ্জু (২৫)।
নিহত কোরবান আলী লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর সেকেন্দার গ্রামের মৃত সিদ্দিক উল্লার পুত্র এবং আবির হোসেন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার মো. শাহজাহান আলীর পুত্র।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বাসস’কে এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার সকালে ও রোববার মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল থানার সোনারগাঁও হোটেলের পাশে এবং ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান জানান, সোমবার সকালে পুলিশ সদস্য কোরবান আলী বাসা থেকে মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। পথে হাতিরঝিল থানার সোনারগাঁও হোটেলের পশ্চিম পাশের সড়কে ওয়েলকাম পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান ।
পুলিশ জানায়, কোরবান আলী রাজারবাগ টেলিকম ভবনে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে সাভার এলাকায় থাকতেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
অপরদিকে ওয়ারী থানা পুলিশ সূত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবির হোসেন সঞ্জু মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাজধানী সুপার মার্কেটের সামনে একটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে সঞ্জুকে মৃত ঘোষণা করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।