রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

জুমবাংলা ডেস্ক: রাজধানীর পল্টন এলাকায় পুলিশের রেকার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহতের  নাম মো. মাহাতাব উদ্দিন তাসিন (১৬)।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পল্টন থানার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহাতাব  ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কেরানীগঞ্জ শাখার দশম শ্রেণির ছাত্র। সে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মো. আব্দুর রশিদের পুত্র।

আজ সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর বাাসসকে  নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে পুলিশের রেকারের চাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্র গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তাসিনের মা কাকলী আক্তার জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মনদগাঁও গ্রামে। বর্তমানে ওয়ারী স্ট্রিট বলধা গার্ডেনের সামনে ২৫/এ বাসায় ভাড়া থাকেন। দুই ভাই এক বোনের মধ্যে তিসান ছিল দ্বিতীয়। সূত্র: বাসস