Advertisement
জুমবাংলা ডেস্ক : আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য দুপুর ১২টা থেকে ০২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজধানীর রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশেপাশের গলি, অগ্নি শিখা গলি এবং আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, পূর্ব রামপুরার ভূঁইয়া গলির ২ ইঞ্চি ব্যাস X ৫০ পিএসআইজি X ৩৫৫ মিটার নতুন বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।