
জুমবাংলা ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়া, ধুপখোলা, দয়াগঞ্জ, শান্তিভূষণ লেন, সাধনাগলি, ডিস্টিলারি রোড, হাজী আজগর আলী হাসপাতালসংলগ্ন এলাকাসহ আরও কিছু এলাকায় রবিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস।
গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস থাকবে না।
কারওয়ান বাজারে অবস্থিত তিতাসের প্রধান কার্যালয় থেকে জানানো হয়, গেন্ডারিয়া, ধুপখোলা, দয়াগঞ্জ, শান্তি ভূষন লেন, সাধনা গলি, ডিস্টিলারি রোড, হাজী আজগর আলী হাসপাতালসংলগ্ন এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Advertisement
এছাড়া বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদেরও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর প্রভাবে ওই সময় এর আশপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ কম বা স্বল্প থাকতে পারে।
ওইসব এলাকার সাধারণ মানুষের এ সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


