নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারের সাথে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।
মতবিনিময় সভা শেষে সংগঠনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীরকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানায়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মৌদুদুর রহমান কল্লোল, রাজশাহী বিভাগীয় কমিটির মহাসচিব সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন মাহমুদ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আওরাঙ্গ জেব সুলতান, শানেওয়াজ পারভেজ, নাটোর জেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমূখ।
এছাড়া রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপস্থিত ভূমি উপ-সহকারী কর্মকর্তারা ই-হোল্ডিং, ই-নামজারি ও অন্যান্য নাগরিক ভূমি সেবা প্রদানের অগ্রগতি তুলে ধরেন। এছাড়াও নাগরিক ভূমি সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যা তুলে ধরেন। সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস প্রদান করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।