জুমবাংলা ডেস্ক: পাবনার পাকশী থেকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, মুক্তার আলীকে নিয়ে গ্রামের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। তাকে পরে কারাগারে পাঠানো হবে।
গত বুধবার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযানের সময় পুলিশ মুক্তারের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করে। ওই বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র, নগদ প্রায় কোটি টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান চালায় পুলিশ।
গত পৌরসভা নির্বাচনে মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। সেই সময় মুক্তারের সমর্থকদের হামলায় হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তার আলীকে আড়ানী পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


