স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে প্রিয় দল আর্জেন্টিনা। আর এই প্রিয় দলের জয়ের পর শেষ রাতে নরসিংদী শহরের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনা ভক্তরা আনন্দ র্যালি বের করেন। আর্জেন্টিনার পতাকা হাতে সমর্থকরা শহরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড র্যালি বের করে শহর প্রদক্ষিণ করে পৌরসভার সামনে জড়ো হন। সেখানে গানের তালে মেসি বাহিনীর জয় উদযাপন করেন ভক্তরা।
এ ছাড়া বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন আর্জেন্টাইন সমর্থকরা। জয়ের পর তারা আতশবাজি ফুটিয়ে ও নেচে-গেয়ে আনন্দ উল্লাস করেন।
এ সময় কথা হয় আর্জেন্টিনার সমর্থক গৌরব বর্মনের সঙ্গে। তিনি বলেন, গত বিশ্বকাপে এই ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলাম। এবার তার প্রতিশোধ নিতে পারলাম। আজকের খেলা দেখে আমরা আনন্দিত। এবার বিশ্বকাপ আর্জেন্টিনার মেসির হাতেই উঠবে এমনটি প্রত্যাশা আমাদের।
প্রতাব সাহা বলেন, এটি মেসির শেষ বিশ্বকাপ। আমরা চাই এবারের বিশ্বকাপ মেসির হাতে উঠুক। আমরা ফাইনালে মরক্কো কিংবা ফ্রান্স, যে দলই আসুক আমরাই এবার কাপ নেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।