জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় আশেপাশের বাড়ি-ঘরে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়।
উপজেলার মোড়হাট-আগুলদিয়া-জয়ঝাপ এলাকায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে শুরু হওয়া এ সংঘর্ষ শুক্রবার সেহরির সময় গড়িয়ে সকাল পর্যন্ত স্থায়ী হয়।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে স্থানীয় আইয়ূব ঠাকুর ও খোরশেদ খাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ভাই-বোন হয়ে বড় পর্দায় আসছেন ওম ও দেবলীনা
এ সময় বেশ কিছু বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, “খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।