জুমবাংলা ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়েছেন একই বিভাগের ১০ ছাত্রী।
বুধবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ সেলে ওই শিক্ষার্থীরা পৃথকভাবে অভিযোগ দেন। অভিযুক্ত শিক্ষকের নাম আমিরুল মোমেনীন। তিনি অধ্যাপক।
অভিযোগপত্রে ভুক্তভোগীরা উল্লেখ করেন, অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী তাদের বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্ত করেছেন। তিনি কারণে অকারণে তাদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। অফিসে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। যার কারণে তারা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছেন।
অভিযোগকারীদের একজন বলেন, ‘স্যার ফেসবুক মেসেঞ্জারে আমাকে কুরুচিপূর্ণ ভিডিও পাঠিয়েছেন। তিনি বিভিন্ন সময় আমাকে দেখে নানা রকম ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এতদিন ভয় ও লজ্জায় অভিযোগ করিনি।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘১০ শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। তারা অভিযোগপত্রে উল্লেখ করেছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে অশোভন অঙ্গভঙ্গি প্রকাশ করেছেন। অনেককে ফেসবুক মেসেঞ্জারে কুরুচিপূর্ণ ভিডিও এবং ছবি পাঠিয়ে নানা রকম বিড়ম্বনায় ফেলেছেন।’
তিনি বলেন, ‘অভিযোগটি আমরা তদন্ত করব।’
অভিযোগের বিষয়ে জানতে চারুকলা অনুষদে গিয়ে অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।