আন্তর্জাতিক ডেস্ক : সকাল সকাল কানপুরের মানুষের সামনে মেঘ না চাইতেই যেন ঝেঁপে বৃষ্টি। মঙ্গলবার কানপুরে মানুষ সকালে কাজে, বাজারে বেরিয়ে দেখেন রাস্তায় শয়ে শয়ে জ্যান্ত মাছ লাফিয়ে বেড়াচ্ছে। এমন সুযোগের সদ্ব্যবহার করতে একটুও দেরি করেননি তাঁরা। চটপট সেগুলি ব্যাগে পুরেছেন।
মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছের ট্রাক উল্টে যায় কানপুরের পানকি ও বিজয়নগরের মাঝে। ট্রাকে ছিল জ্যান্ত মাছ। ট্রাক উল্টে সব মাছ রাস্তায়। হঠাৎ রাস্তায় এত মাছ লাফাতে দেখে স্থানীয়রা প্রথমে অবাক হয়ে যান। তারপর কেউ আর সময় নষ্ট করেননি। কেউ ব্যস্ত হয়ে পড়েন মাছ ধরে ব্যাগে পুরতে, কেউ মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করেন। কেউ কেউ আবার এই অসাধারণ দৃশ্যের সঙ্গে সেলফিও তুলতে শুরু করেন।
বিনা পয়সায় এমন জ্যান্ত মাছ কুড়াতে হুড়োহুড়ির চোটে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় পুলিশ। ফজলগঞ্জ ও আরমাপুর থানার বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যান চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।
ডাঙায় মাছ ধরার এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। এমন একাধিক ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
मछ्ली जल की रानी है, जीवन उसका पानी है ।
हाथ लगाओ तो डर जाएगी, बाहर निकालो तो मर जाएगी.
A truck carrying fish turned turtle in Kanpur and fish was strewn around the accident site. Motorists along with locals reportedly escaped with large quantities of fish. pic.twitter.com/8gcniEhim6— Saurabh Trivedi (@saurabh3vedi) November 12, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।