জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডেকে রিকশাচালকের ভূমিকায় দেখা গেল। সুইডিশ দূতাবাস থেকে প্রকাশিত এক ভিডিওতে তাকে রিকশা চালাতে দেখা যায়।
ভিডিওটি রাষ্ট্রদূত টুইটারেও পোস্ট করেছেন।
বাংলাদেশ-সুইডেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সম্প্রতি সুইডিশ দূতাবাস একটি ভিডিও প্রকাশ করে।
তাতে প্রথমেই দেখা যায়, সুইডিশ রাষ্ট্রদূত শাড়ি পরে একটি রিকশার সামনে দাঁড়িয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়াও দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তিনি। এ সময় রিকশায় বসে ছিলেন সুইডিশ দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অপারেশন বিভাগের প্রধান ক্রিস্টিনা জোহানন্সন। তিনিও শুভেচ্ছা জানান।
ভিডিওতে বেশ কয়েকজন বাংলাদেশি ও সুইডিশ নাগরিক শুভেচ্ছা বক্তব্য রাখেন।
তবে শেষে দেখা যায়, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে রিকশা চালাচ্ছেন। এ সময় তিনি আর ক্রিস্টিনা জোহানন্সন দুজনেই হাত নেড়ে শুভেচ্ছা জানান।
Sweden & Bangladesh celebrate 5️⃣0️⃣ years of bilateral relations in 2022!
Let’s hear what this means to some of our Embassy colleagues @SwedeninBD that have been working with advancing the relation for a long time!👇🏼
SEBD50🇸🇪🤝🇧🇩 pic.twitter.com/ET7Ij5xQyA— Alex Berg von Linde (@SwedenAmbBD) January 10, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।